শনিবার ● ৩০ আগস্ট ২০২৫

মঠবাড়িয়ায় বিএনপির বিতর্কিত কমিটির প্রতিবাদে মানববন্ধন

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় বিএনপির বিতর্কিত কমিটির প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫


মঠবাড়িয়ায় বিএনপি‘র বিতর্কিত কমিটির প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬ নং টিকিকাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটিতে আ.লীগ সমর্থিত লোকজন অন্তর্ভুক্ত হওয়ার দাবি করেছেন স্থানীয় বিএনপি’র একটি অংশ। কমিটি থেকে আ.লীগ সমর্থিত লোকজন বাদ দিয়ে নতুন কমিটি করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের বাইশকুড়া বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।এ সময় ৬ নং ওয়ার্ড বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার এর সভাপতিতে বক্তব্য, রাখেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মাতুব্বর,  সাবেক যুবদল নেতা মোঃ আল-আমিন মোল্লা, টিকিকাটা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদল সদস্য নাজমুল আহসান নাসির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির রহমান প্রমুখ।

বক্তারা জেলা কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে এ কমিটি ত্যাগীদের সমন্বয়ে পুনর্গঠন না করলে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দের কাছে নালিশ দেয়ার ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শামীম মিয়া মৃধা বলেন, এটা সম্পূর্ণ জেলা কমিটির ইখতিয়ার। এখানে আমার কোন বক্তব্য নেই। আশা করছি জেলা কমিটি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ০:৪৭:৪৪ ● ৮১ বার পঠিত