
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের জন্য টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের জন্য টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সভা বুধবার বিকাল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ, গাভী, পাথ ও ইউনিসেফ সমর্থনে শিক্ষকরা শিক্ষার্থীদের টিকা প্রদানের প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নির্দেশনা জানতে পেরেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান বলেন, সরকার নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানে টাইফয়েড ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে টিকা প্রদান করা হবে। এটি শিক্ষকদের জন্য সরকারের অর্পিত দায়িত্ব।
ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, টাইফয়েড দেশে একটি মারাত্মক রোগ। প্রজন্মকে রক্ষা করতে টিকা প্রদানের বিকল্প নেই। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কাউন্সিলিং এর মাধ্যমে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৭:০০:০১ ● ১৩০ বার পঠিত