
সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৬ হাজার টাকায়সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি ইলিশ। মাছটি সোমবার সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে নিলামে ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়।
স্থানীয় জেলে মাসুম লেম্বুর বন এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে তিনি এটি বাজারে আনেন। নিলামে সততা ফিস ৬ হাজার ৮০ টাকায় মাছটি কিনে নেয়।
রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল বলেন, বড় ইলিশ পাওয়া জেলেদের জন্য আনন্দের বিষয়। এই মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় সবাই খুশি।
সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাক জানান, বর্তমানে বাজারে এ ধরনের বড় ইলিশ কম আসে। তাই তিনি নিলামে কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় আকারের ইলিশ পাচ্ছে।
বাংলাদেশ সময়: ২০:০৭:৩০ ● ২০০ বার পঠিত