
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
নাজিরপুরে নাসরিন হত্যায় জড়িতের ফাঁসির দাবিতে মানববন্ধন
হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে নাসরিন হত্যায় জড়িতের ফাঁসির দাবিতে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর(পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় চিরকুট লিখে স্থানীয় রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ্রেণীর এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না সিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।
রবিবার (২৪ আগষ্ট) দুপুর ২টায় ওই ছাত্রীর বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, মো: মোস্তাবশির রহমান, মো. গাফফর শেখসহ কয়েকজন শিক্ষার্থী। মানববন্ধনে অভিযুক্ত পান্না শিকদারকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবকের বিচার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। নাসরিনের সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা বক্ত্যবে বলেন, আমাদের সহপাঠীর সঙ্গে যে অমানবিক কাজ হয় যার কারনে সেই তিনি আত্মহত্যা করেছেন। এব্যাপারে স্থানীয় পান্না নামের ব্যক্তি নাম এসেছে। আমরা চাই পান্নাকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো পান্না এমন অপরাধ না করতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্ত্যবে বলেন, আমাদের শিক্ষার্থী নাসরিন আক্তার আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যায়। সেই চিরকুঠের মতে এই এলাকার লতিফ সিকদারের ছেলের নাম জড়িত পাওয়া যায়। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে শারিরিক মেলামেশা করা হয়েছে। কিন্তু মেয়ের পরিবার বিয়ের চাপ দিলে তাতে রাজি নন পান্নার পরিবার। আমরা অভিযুক্ত পান্নার শাস্তি দাবী জানাই। উল্লেখ্য গত মঙ্গলবার(১৯ আগষ্ট) দুপুরের দিকে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।মৃত্যুর আগে সে দেড় পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে গেছে, যেখানে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার বর্ণনা দেওয়া হয়। যেখানে লিখেন, আমি মরার কারণ হলো জলিল শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা ও এমন সাজা হোক যাতে আমার মত আর কারো জীবন না নষ্ট করতে পারে।
এএএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৪:৫৩ ● ১১৮ বার পঠিত