
শুক্রবার ● ২২ আগস্ট ২০২৫
দশমিনায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে গছানী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর এম. লুৎফর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল ইসলাম এবং উপজেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা রেদওয়ান। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দও অংশ নেন।
প্রধান অতিথি অধ্যাপক শাহ আলম বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে আমরা স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত ছিলাম। তিনি আরও বলেন, নিরলসভাবে জামায়াতের কার্যক্রম চালিয়ে যেতে হবে। ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং ভোটের জন্য জনগণের কাছে যেতে হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৬:২৩ ● ১০১ বার পঠিত