
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
কুয়াকাটায় এক দিনের ব্যবধানে মৃত ডলফিন উদ্ধার
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় এক দিনের ব্যবধানে মৃত ডলফিন উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
কুয়াকাটা সমুদ্র সৈকতে এক দিনের ব্যবধানে আবারও মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছে। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে ট্যুরিজম পার্ক এলাকায় স্থানীয়রা ডলফিনটি দেখতে পান। খবর পেয়ে পর্যটক ও স্থানীয় মানুষ ভিড় জমান।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, আগের তুলনায় ডলফিন মৃত্যুর সংখ্যা কমলেও নিয়মিত এ ধরনের খবর পাওয়া যাচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত ডলফিন যাতে দুর্গন্ধ ছড়াতে না পারে, তা নিশ্চিত করতে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর একদিন আগে একই প্রজাতির ৬ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে আসে।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:৩৬ ● ৭৫ বার পঠিত