
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা।
পরে এতিমখানা হাফিজি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে এতিমখানা এলাকার কবরস্থানের ঝোপঝাড় পরিষ্কার করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১২:২৬:৩৭ ● ১৬১ বার পঠিত