রবিবার ● ১৭ আগস্ট ২০২৫

কলাপাড়ায় দর্জিদোকানির আত্মহত্যা, চিরকুটে স্ত্রীকে দায়ী!

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় দর্জিদোকানির আত্মহত্যা, চিরকুটে স্ত্রীকে দায়ী!
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫


কলাপাড়ায় দর্জিদোকানির আত্মহত্যা, চিরকুটে স্ত্রীকে দায়ী!

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর আচরণ ও টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জিদোকানি। শনিবার রাত ১০টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোকমান পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি পাখিমারা বাজারে দর্জির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মৃত্যুর আগে নোটপ্যাডে স্ত্রীকে দায়ী করে তিনি লিখে গেছেন, স্ত্রী ভালোবাসেন না এবং টাকা না থাকায় তাকে ছেড়ে যেতে পারেন- এই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৩৩ ● ১০৪ বার পঠিত