
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫
রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
হোম পেজ » রাজশাহী » রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড়ে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, ১৫ আগস্ট, সকাল ৯টার দিকে একটি বাড়ি থেকে মরদেহগুলো পাওয়া যায়। নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বাড়িটি মাটির ঘর। উত্তরের ঘরে মা ও মেয়ের মরদেহ ছিল। দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুলকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন এবং তার ঋণ ছিল।পুলিশের উদ্ধার করা তার সুইসাইড নোটে লেখা ছিল ‘আমরা মরে গেলাম শুধু ঋণের আর খাওয়ার অভাবে, আর মেনে নিতে পারছিলাম না’ ইত্যাদি। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পরভেজ।
বাংলাদেশ সময়: ১১:০৯:৪২ ● ২৬ বার পঠিত