বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫

সুনামগঞ্জে বিজিবি টহল দলে হামলাকারী দুই গরু চোর গ্রেপ্তার

হোম পেজ » সর্বশেষ » সুনামগঞ্জে বিজিবি টহল দলে হামলাকারী দুই গরু চোর গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫


 

সুনামগঞ্জে বিজিবির টহল দলে হামলা করা দুই গরু চোর গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সীমান্তে বিজিবি টহল দলের উপর হামলার মামলায় পলাতক দুই গরু চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন দোয়ারাবাজার সীমান্তের পেকপাড়া গ্রামের খোকন মিয়া ও সিরাজ মিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সবাই গরু চোরাকারবারি।

প্রসঙ্গত, ২২ মার্চ ভারত থেকে ফেরার পথে গরুর চালান ছিনিয়ে নিতে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সিলেট সেক্টরের ২৮-বিজিবি ব্যাটালিয়ন দোয়ারাবাজারের পেকপাড়া বিওপির টহল দলকে ঘেরাও করে। এ সময় একজন বিজিবি সদস্য ছুরিকাঘাতে আহত হন।

২৪ মার্চ বিজিবি ৮ চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করে।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, বুধবার ভোরে যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৫ ● ১৫৪ বার পঠিত