
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়ে ধ্বংস
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়ে ধ্বংসসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদীক।
অভিযানে প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমাল লাভার্স পটুয়াখালীর টিম লিডার বায়জিদ মুন্সী, সদস্য আল মুনজির ও মাসুদ হাসান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইয়াসিন সাদীক জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে পাখিমারা খালে ছোট ফাঁসের অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছের রেনুপোনা ধ্বংস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে ১০ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের জাল ব্যবহার করলে সংশ্লিষ্ট জেলেদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ২০:০০:২৯ ● ৮৬ বার পঠিত