
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
আহবায়ক-মিন্টু, সদস্য সচিব-স্বপন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন
হোম পেজ » বরিশাল » আহবায়ক-মিন্টু, সদস্য সচিব-স্বপন গৌরনদী বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠনসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
যাত্রী সেবা নিশ্চিত, কাউন্টার শ্রমিকদের কল্যাণ ও বাসস্ট্যান্ডের শৃংখলা ফিরিয়ে আনতে বরিশালের গৌরনদীতে বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টুকে আহবায়ক ও পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শরীফ শফিকুর রহমান স্বপনকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাইদুল আলম সেন্টু খান, ফরিদ মিয়া, মাসুদ হাসান মিঠু, মো. নান্না খান, জাকির হোসেন রাজা, সাইদুল ইসলাম সাইদ, রিয়াজ উদ্দিন ভূইয়া, জাকির হোসেন বাচ্চু, জসিম শরীফ, জাফর খান ও শহিদুল ইসলাম সরদার, চুন্নু সিকদার, বজলু প্যাদা, এস এম শিবলুর রহমান, রাসেল হাওলাদার, বাদল শিকদার, হীরা রহমান সাদ্দাম, হাফিজুর রহমান, আসলাম খান, নজরুল প্যাদা, শামীম সরদার, আক্কাচ সরদার, আ. লতিফ (উজ্জল), সিরাজুল রহমান মামুন, শাহিন খান, জুয়েল হাওলাদার, রহিম মোল্লা, আব্দুর রহমান সরদার, নুরু সরদার, আল আমিন রাজু, ইমন মুন্সী, হাসানাত শরীফ, রানা মিয়া, জহিরুল ইসলাম সরদার, জহিরুল ইসলাম খান, বাচ্চু আকন, ইমন সরদার ও রমজান ডাক্তার।
এএসআর/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৪৭:৩১ ● ৯০ বার পঠিত