
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
মহিপুরে কেঁচো সার ও জৈব চাষে কৃষক সমাবেশ
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে কেঁচো সার ও জৈব চাষে কৃষক সমাবেশসাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুরে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) ব্যবহার ও জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে সমাবেশ হয়েছে।
বুধবার সকাল ১০টায় ধুলাসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এর আয়োজন হয়। উদ্যোগে ছিল কারিতাস বরিশাল অঞ্চলের ‘প্রয়াস প্রকল্প’।
সভায় সভাপতিত্ব করেন ‘প্রয়াস প্রকল্প’-এর মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুলাসার ইউপি চেয়ারম্যান হাফেজ মো. আব্দুর রহিম।
উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)-এর নির্বাহী পরিচালক ও বিএমইউজে পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান।
কলাপাড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বশির আহমেদ। সার-ঔষধ বিক্রেতা মো. বশার সিকদার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মো. বাদল খলিফা।
আলোচনায় বক্তারা ভার্মি কম্পোস্টের গুণগত মান নিশ্চিত করার কথা বলেন। কৃষিতে এর ব্যবহার বাড়ানো ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর জোর দেন তারা। তাদের মতে, জৈব সার মাটির উর্বরতা বাড়ায়। উৎপাদন বৃদ্ধি পায়। খরচও কমে।
সমাবেশে অংশ নেন ভার্মি কম্পোস্ট উৎপাদক উদ্যোক্তা, সার-ঔষধ বিক্রেতা, ডিলার, স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস মহিপুর অফিসের ‘প্রয়াস প্রকল্প’-এর মার্কেটিং অফিসার অসিম বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:২৬ ● ১০২ বার পঠিত