বুধবার ● ১৩ আগস্ট ২০২৫

মানবিক অজুহাতে ছাড়া কাঁকড়ার নৌকা মোংলায় বিএনপি-জামায়াত তদবিরে চাঁদাবাজের মুক্তি

হোম পেজ » খুলনা » মানবিক অজুহাতে ছাড়া কাঁকড়ার নৌকা মোংলায় বিএনপি-জামায়াত তদবিরে চাঁদাবাজের মুক্তি
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫


মানবিক অজুহাতে ছাড়া কাঁকড়ার নৌকা- মোংলায় বিএনপি-জামায়াত তদবিরে চাঁদাবাজের মুক্তি

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

সুন্দরবন থেকে নিষিদ্ধ সময়ে ধরা কাঁকড়াসহ নৌকাগুলো ও এক চাঁদাবাজকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, নৌকা ‘মানবিক কারণে’ ছাড়ানো হয়েছে। আর এক বিএনপি ও এক জামায়াত নেতার তদবিরে চাঁদাবাজকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জনমনে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।

সোমবার রাত ১টার দিকে সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারসংলগ্ন খালে প্রায় ২০টি কাঁকড়া ধরার নৌকা ভিড়ে। নৌকাগুলোতে লক্ষাধিক টাকার কাঁকড়া ছিল- এমন দাবি স্থানীয়দের।

তখন তিনজন চাঁদাবাজ নৌকায় উঠে চাঁদা চান। প্রথমে জেলেরা ১ হাজার ও পরে ২ হাজার টাকা দিতে রাজি হন। তাতেও সন্তুষ্ট না হলে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে জেলেরা চাঁদাবাজদের গণপিটুনি দেন। মিলন মল্লিক নামে একজনকে আটক করে স্থানীয়রা পুলিশে দেন, বাকি দুজন পালাতে সক্ষম হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনকে তাদের হেফাজতে নেয়। তবে তাকে পরে ছেড়ে দেওয়া হয়। কাঁকড়াসহ নৌকাগুলোও ছাড়া হয়।

চটেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, শীর্ষস্থানীয় এক বিএনপি ও এক জামায়াত নেতার তদবিরে চাঁদাবাজকে ছেড়ে দেওয়া হয়েছে। আর মানবিক কারণে কাঁকড়া ধরা জেলেদেরও ছেড়ে দেওয়া হয়েছে।

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, তিনি বিষয়টি জানেন না, খোঁজ নেওয়া হচ্ছে।

জেলেদের দাবি, পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক এলাকা থেকে কিছু বনকর্মকর্তাকে ‘ম্যানেজ’ করেই তাঁরা নিষেধাজ্ঞার মধ্যেও কাঁকড়া ধরেন। নৌকা- প্রতি ৭ হাজার টাকা করে ঘুষ দিতে হয়- এমন অভিযোগ তাঁরা চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিক চৌধুরীর বিরুদ্ধে আনেন। পথে আরও ঘুষ দিতে হয় বলে জানান তারা।

অভিক চৌধুরীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, এটা আমার জ্ঞাতে নেই। সত্যতা যাচাই করে দেখব।

 

উল্লেখ্য, সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে ১ জুন থেকে টানা তিন মাসের নিষেধাজ্ঞা চলছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:০২ ● ২০৩ বার পঠিত