
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
কলাগাঁও সীমান্ত ছড়ায় ফের বালু চুরি, আটক ৮
হোম পেজ » সর্বশেষ » কলাগাঁও সীমান্ত ছড়ায় ফের বালু চুরি, আটক ৮সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে ইজারাবিহীন খাল থেকে খনিজ বালু চুরির ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির বালি, ট্রলারসহ প্রায় ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- কলাগাঁও গ্রামের শাহানুর, বাগলী রতনপুর গ্রামের তফসির হোসেন, নেকবর আলী, সম্রাট হোসেন, মফিজ আলী, মুক্তার আলী, কাউছার ও শহর আলী। এদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর রয়েছে।
মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, সোমবার বিকেলে অপ্রাপ্তবয়স্ককে সুনামগঞ্জে পাঠানো হয় এবং অন্য সাতজনকে ধর্মপাশা আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর গ্রামসংলগ্ন খাল থেকে বালু সরানোর সময় তাদের আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান বন্ধ হওয়ার পর গত ৩-৪ দিন ধরে কলাগাঁও সীমান্ত ছড়া নদীতে ফের বালু চুরি শুরু হয়েছে। প্রতি রাতেই শতাধিক ট্রলারে কোটি টাকার বালু পাচার হচ্ছে। তবে থানা পুলিশ, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং উপজেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তাদের।
অভিযোগ আরও রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রতি ট্রলার থেকে ২,৫০০-৩,০০০ টাকা চাঁদা আদায় করছে পুলিশ, বিজিবি ও প্রশাসনের নামে। প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। ভয়ভীতি ও মামলার আতঙ্কে ক্ষতিগ্রস্তরা মুখ খুলছেন না।
এসব বিষয়ে টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পংকজ দাসের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ৪:৫১:২৮ ● ৮৫ বার পঠিত