বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫

১৫ জেলেসহ ডুবে যাওয়া ট্রলার ভেসে এলো, উদ্ধার আরও এক জেলের লাশ

হোম পেজ » কুয়াকাটা » ১৫ জেলেসহ ডুবে যাওয়া ট্রলার ভেসে এলো, উদ্ধার আরও এক জেলের লাশ
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫


কুয়াকাটা সৈকতে ভেসে আসা ক্ষতিগ্রস্ত সেই এফবি সাগরকন্যা নামক মাছধরা ট্রলার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ‘এফবি সাগরকন্যা’ ট্রলারটি বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কুয়াকাটা সৈকতে ভেসে আসে। ট্রলারে আটকে থাকা অবস্থায় একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ইদ্রিস (৫০)। তিনি কলাপাড়া উপজেলার মধুখালী গ্রামের বাসিন্দা ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তাঁর বড় ভাই ফজলে আলী মরদেহটি শনাক্ত করেছেন বলে জানিয়েছে কুয়াকাটা নৌ-পুলিশ।

এর আগে, গত ২৬ জুলাই গভীর সাগরে মাছ ধরার সময় মহিপুর ঘাট থেকে ১৫ জেলে নিয়ে যাওয়া ট্রলারটি ডুবে যায়। চারদিন পর ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন ৫ জন।

নিখোঁজদের মধ্যে প্রথমে ১ আগস্ট সকালে নজরুল ইসলাম হাওলাদার (৬০) নামে একজনের মরদেহ পশ্চিম কুয়াকাটা সৈকতের কম্পিউটার সেন্টারসংলগ্ন এলাকায় ভেসে আসে। তিনি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা, মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে।

সর্বশেষ ইদ্রিসের মরদেহসহ এখন পর্যন্ত নিখোঁজ ৬ জেলের মধ্যে ২ জনের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন- আবদুর রশিদ (মাঝি), রফিক ও হারুন।

কুয়াকাটা নৌ-পুলিশ জানায়, সকালে সৈকতের জিরোপয়েন্ট এলাকায় ট্রলারটি ভেসে উঠলে স্থানীয়রা প্রথমে দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, মরদেহটি শনাক্ত করেছেন নিহত ইদ্রিসের বড় ভাই মো. ফজলে আলী।

এদিকে ট্রলারটি সৈকতে ভেসে এলেও এখনো সম্পূর্ণভাবে উদ্ধার সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:১৫ ● ৮৯ বার পঠিত