
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
চরফ্যাশনে বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১০
হোম পেজ » ভোলা » চরফ্যাশনে বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১০সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশনে বিএনপির বিজয় মিছিলে যোগ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ চর আইচা ও শশীভূষণ থানা এলাকার নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে সমাবেশস্থলের উদ্দেশে রওনা দেন। পথে শশীভূষণ এলাকায় অতিরিক্ত বৃষ্টিতে পিচঢালা সড়কে শেওলা পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন- দক্ষিণ চর আইচা ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম আজাদ, যুবদল নেতা সজিব ও রুহুল আমিন, ছাত্রদল নেতা সোহেল, শশীভূষণ বিএনপি নেতা রিপন, ছাত্রদল কর্মী শহীদ ও যুবদল কর্মী মেহেদী।
চিকিৎসাধীন আবুল কালাম আজাদ জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মিছিলে যোগ দিতে দক্ষিণ চর আইচা থেকে রওনা দিই। শশীভূষণ এলাকায় সড়ক পিচ্ছিল হওয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ি।
এদিকে সমাবেশ শেষে সন্ধ্যায় আহত নেতাকর্মীদের দেখতে চরফ্যাশন সদর হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির নেতা ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। তার সঙ্গে ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি এবং স্থানীয় নেতৃবৃন্দ। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
বাংলাদেশ সময়: ২১:৫৭:২৩ ● ২০৬ বার পঠিত