
মঙ্গলবার ● ৫ আগস্ট ২০২৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দশমিনায় বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হোম পেজ » পটুয়াখালী » জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দশমিনায় বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্য বিজয় র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম শানু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। তিনি বলেন, আজকের এই বিজয় শুধু আন্দোলনের নয়, এটি সকল শহীদের বিজয়। এই বিজয় কারাবরণ করা হাজারো নেতাকর্মীর বিজয়। আমরা কাউকে ক্ষতি করার রাজনীতিতে বিশ্বাস করি না। সমাজে মায়া ও ভালোবাসার বন্ধন সৃষ্টি করেই পরিবর্তন আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সহ-সভাপতি ওহাব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল ও মিলন প্যাদা, যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট এনামুল হক রতন, আহ্বায়ক শামীম খান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:০২:২৫ ● ১২৪ বার পঠিত