সোমবার ● ৪ আগস্ট ২০২৫

দুমকিতে এলজিইডির সড়কে খানাখন্দ, যান চলাচলে চরম দুর্ভোগ

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে এলজিইডির সড়কে খানাখন্দ, যান চলাচলে চরম দুর্ভোগ
সোমবার ● ৪ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া নেছারিয়া মাদ্রাসা থেকে হাজিরহাট বাজার ভায়া ধোপারহাট এলজিইডি সড়কটি টানা বৃষ্টিতে অসংখ্য খানাখন্দে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইটসুড়কি দেবে ও উঠে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো কাদা-পানিতে ভরে থাকায় প্রতিনিয়ত ট্রাক, মিনিট্রাক, ভ্যান, টমটম আটকে যাচ্ছে। ফলে ধোপারহাট ও হাজিরহাট বাজারের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

ধোপারহাট বাজারের ব্যবসায়ী মোঃ শাহজাহান সিকদার বলেন, বাজারের একমাত্র রাস্তাটি ভেঙে পড়ে থাকায় কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া যাচ্ছে না। অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। বাধ্য হয়ে রিকশা-ভ্যানে ঠেলে রোগী নেওয়া লাগে।

রাজগঞ্জ এলাকার বাসিন্দা মোঃ নানু মৃধা বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বাজারের হাটুরে ও স্থানীয় বাসিন্দারা সবাই দুর্ভোগে আছেন।

পাঙ্গাশিয়া আল-মদীনা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী জানান, ছাত্রীরা কাদা পানিতে পড়ে বইপত্র নষ্ট করছে। এই সড়কে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচলে চরম কষ্ট হচ্ছে। দ্রুত সংস্কার প্রয়োজন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম জানান, এলজিইডিকে একাধিকবার বলার পরও সাড়া মেলেনি। এখন বৃষ্টির পানিতে পরিস্থিতি আরও ভয়াবহ। দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন, সড়কটি সংস্কারের জন্য অগ্রাধিকার বিবেচনায় প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পেলে দ্রুত মেরামত শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:০০:১৫ ● ১৪৯ বার পঠিত