শনিবার ● ২ আগস্ট ২০২৫

মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, দম্পতি গ্রেপ্তার

হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, দম্পতি গ্রেপ্তার
শনিবার ● ২ আগস্ট ২০২৫


মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল, দম্পতি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে পৌর শহরের মহিলা কলেজ রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আন্ধারমানিক এলাকার সজিব (২৫) ও তার স্ত্রী হিরা মনি (২৮)।

ভুক্তভোগীরা জানান, সজিব ও তার স্ত্রী বিভিন্ন সময়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গোপনে ভিডিও ধারণ করতেন। পরে তা ভাইরালের হুমকি দিয়ে টাকা দাবি করতেন। অভিযোগ রয়েছে, এই চক্রে সজিবের মা-ও জড়িত। এক ভুক্তভোগী জানান, ২০২৩ সালে তাকেও একই কায়দায় ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় তিনি রক্ষা পান। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, তাদের শনিবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২০:১৭ ● ৮৭ বার পঠিত