রবিবার ● ২৭ জুলাই ২০২৫

টানা বৃষ্টি ও লোহালিয়া নদীর তীব্র স্রোত দুমকিতে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

হোম পেজ » পটুয়াখালী » টানা বৃষ্টি ও লোহালিয়া নদীর তীব্র স্রোত দুমকিতে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
রবিবার ● ২৭ জুলাই ২০২৫


দুমকিতে ওয়াপদা বেরিবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

টানা বৃষ্টি ও লোহালিয়া নদীর তীব্র স্রোতে দুমকির মুরাদিয়া ইউনিয়নে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।

 

শনিবার রাতে উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়ায় ৪-৫টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ও উপচে পড়ে এসব এলাকা তলিয়ে যায়। ঘরবাড়ি, কাঁচা রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনজীবনে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

 

মুরাদিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান বলেন, ভাঙনে রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের সময় মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। তিনি জরুরি ভিত্তিতে পাউবো কর্তৃপক্ষকে মেরামতের বিষয়ে অবহিত করেছেন।

 

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

পাউবো’র সেকশন অফিসার প্রকৌশলী নিরব হোসেন জানান, সরেজমিনে পরিদর্শন শেষে তথ্য পাঠানো হবে। নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, মেরামতের জন্য ঢাকায় অনুমোদন ও বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে।

এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৪ ● ৮৭ বার পঠিত