
শনিবার ● ২৬ জুলাই ২০২৫
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন, সম্পাদক শাহিন
হোম পেজ » বরিশাল » চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন, সম্পাদক শাহিন
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলন হয়।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন। তিনি বলেন, বিএনপির প্রাণ হচ্ছে তৃণমূল। তাই দলকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কমিটিতে যেন পরিক্ষিত ও আদর্শ নেতারা স্থান পায়, সে আহ্বান জানান তিনি।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেন স্বপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. শাহিন হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। এছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সমঝোতার ভিত্তিতে আলমগীর হোসেন স্বপনকে সভাপতি এবং শাহিন হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে সভাপতি ও সম্পাদক মিলে উপজেলা কমিটির সঙ্গে পরামর্শ করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ২০:৩৫:২৭ ● ৮৯ বার পঠিত