
সোমবার ● ২১ জুলাই ২০২৫
গোপালগঞ্জে সংঘর্ষ নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে সংঘর্ষ নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের গেটপাড়া পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া থেকে সোহেল রানার মরদেহ উত্তোলন করা হয়।
গোপালগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে এই মরদেহগুলো উত্তোলন করা হয়েছে।
১৯ জুলাই পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে আজ সোমবার এই মরদেহ উত্তোলন করা হলো। মরদেহগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রশাসন জানিয়েছে, নিহত দীপ্ত সাহার মরদেহ সনাতন ধর্মীয় রীতিতে দাহ করা হওয়ায় ময়নাতদন্ত সম্ভব নয়। আর রিকশাচালক রমজান আলীর সুরতহাল ও ময়নাতদন্ত আগেই ঢাকায় সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে দীপ্ত সাহা, ইমন তালুকদার, রমজান কাজী, রমজান আলী ও সোহেল রানা নিহত হন।
বাংলাদেশ সময়: ১৪:০০:০৬ ● ১৬৫ বার পঠিত