
শনিবার ● ১৯ জুলাই ২০২৫
দুমকিতে রেকর্ডিও খালের জমি বেদখল, নির্বিকার প্রশাসন
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে রেকর্ডিও খালের জমি বেদখল, নির্বিকার প্রশাসনসাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)
দুমকির পীরতলা বাজার, আঙ্গারিয়া বন্দর, মুরাদিয়া বোর্ড অফিস বাজার ও জলিশা কদমতলা বাজারসংলগ্ন খাল ও বাজার এলাকার সরকারি খাস জমি দখলে নিয়েছে একশ্রেণির প্রভাবশালী।
বছরের পর বছর এসব খাস জমিতে স্থাপন করা হয়েছে দোকানপাট ও বাড়িঘর। কেউ কেউ অস্থায়ী কাঠ-টিনের দোকান দিয়ে শুরু করে পরে পাকা স্থাপনা গড়ে তুলেছেন। খালের জায়গা ভরাট করে দোকানের আয়তন বাড়িয়ে দখলদাররা ময়লা-আবর্জনা ফেলছেন খালেই, ফলে খাল সংকুচিত হয়ে অস্তিত্ব হারাচ্ছে।
পীরতলা খালের উভয় পাড়সহ আঙ্গারিয়া, সাতানী কালভার্ট বাজার ও মুরাদিয়া বাজারসংলগ্ন জমিগুলোও একইভাবে দখল হয়ে যাচ্ছে।
অভিযোগ রয়েছে, ভূমি অফিসের কিছু কর্মকর্তার সঙ্গে দখলদারদের গোপন যোগসাজশ আছে। ফলে স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কোটি কোটি টাকার সরকারি জমি বেহাত হচ্ছে। এতে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে খাল ভরাট হয়ে সেচে সংকট দেখা দিচ্ছে- ফসল উৎপাদন হুমকিতে পড়েছে।
স্থানীয়রা বলছেন, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে দীর্ঘদিন কোনো উদ্যোগ নেই। এমনকি প্রশাসন এখনো দখলদার ও স্থাপনা চিহ্নিত করেনি।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক বলেন, এ বিষয়ে এখনো কোনো উচ্ছেদ অভিযান হয়নি। নতুন করে চিহ্নিত করাও হয়নি। জেলা প্রশাসকের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে, নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমআর
বাংলাদেশ সময়: ১৯:২৩:১২ ● ৮২ বার পঠিত