
শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান ভারতীয় মদ, ৫ মণ কাঁকড়া, নৌকাসহ ৭ জেলে আটক
হোম পেজ » খুলনা » সুন্দরবন সংলগ্ন এলাকায় অভিযান ভারতীয় মদ, ৫ মণ কাঁকড়া, নৌকাসহ ৭ জেলে আটক
সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
সুন্দরবন সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও বন বিভাগের পৃথক অভিযানে ভারতীয় মদ, পাঁচ মণ কাঁকড়া, একটি নৌকা এবং সাতজন জেলেকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড জানায়, শ্যামনগর উপজেলার মামুনদে নদীর পায়রাটনি খালে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৪১ বোতল কিংফিশার মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদী থেকে ১৫০ কেজি কাঁকড়াসহ সাত জেলেকে আটক করে বন বিভাগ। একই দিন দুবলার কবরখালী বনাঞ্চলের একটি খাল থেকে ঝুড়িভর্তি আরও ৫০ কেজি কাঁকড়া ও একটি নৌকা জব্দ করা হয়। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের পক্ষ থেকে খবরটি জানানো হলেও গতকাল বৃহস্পতিবার বিকেলে তারা এই সফল অভিযানগুলো পরিচালনা করেন।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, প্রজনন মৌসুমে বনে প্রবেশ নিষেধাজ্ঞা অমান্য করায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত প্রায় ৫ মণ কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১৪:২১ ● ৪২ বার পঠিত