বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫

দুমকির চর বয়রায় স্কুলের নামে জমি দখলের অভিযোগ, নেই পাঠদান

হোম পেজ » পটুয়াখালী » দুমকির চর বয়রায় স্কুলের নামে জমি দখলের অভিযোগ, নেই পাঠদান
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫


হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি একপ্রকার পরিত্যাক্ত অবস্থায় কোনমতে দাঁড়িয়ে আছে।

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকির চর বয়রায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শিক্ষক ও শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পাঠদান। এ অবস্থায় স্কুলের নামে জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ সভাপতি হাওলাদার ফিরোজ্জামানের বিরুদ্ধে।

 

উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ চর বয়রা গ্রামে ২০০৬ সালে ‘হনুফা নুরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ স্থাপন করা হয়। স্থানীয়দের অভিযোগ, জমি দখলের উদ্দেশ্যে বিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়েছে। শিক্ষক হিসেবে রাখা হয়েছে প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যদের নাম।

 

গ্রামের বাসিন্দা মো. লতিফ মৃধা ও হারুন মৃধা জানান, প্রায় ৫ বছর ধরে বিদ্যালয়ে কোনো পাঠদান হয় না। প্রতিষ্ঠানটি কার্যত বন্ধ রয়েছে।

 

অভিযোগকারী মৃত সোবহান হাওলাদারের ছেলে মুসা হাওলাদার বলেন, আমাদের জমি জোরপূর্বক দখল করে স্কুল বানিয়েছে ফিরোজ্জামানদের পরিবার।

 

অন্যদিকে, প্রতিষ্ঠাতার পরিবার থেকে মো. কামরুজ্জামান দাবি করেন, আমরা আমাদের ক্রয়কৃত জমিতে স্কুল করেছি। অভিযোগকারীরা ভয়ভীতি দেখাচ্ছে, তাই কার্যক্রম বন্ধ।

 

স্থানীয় ইউপি সদস্য মো. বাকের আলী বাবুল বলেন, বছরখানেক ধরে এখানে কোনো শিক্ষা কার্যক্রম নেই।

 

সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ৩৩ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ পাবেন আবুল বাশার এবং বাকি ১৩ শতাংশ সোবহান হাওলাদার গং পাবেন মর্মে আমরা মধ্যস্থতার চেষ্টা করে সমাধানে ব্যর্থ হয়েছি।

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র দেবনাথ বলেন, ২৯ জুনের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:০১:০০ ● ৯৫ বার পঠিত