
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
পাথরঘাটায় ৪ লাখ টাকার মাদক ধ্বংস করলো কোস্টগার্ড
হোম পেজ » বরগুনা » পাথরঘাটায় ৪ লাখ টাকার মাদক ধ্বংস করলো কোস্টগার্ডসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার পাথরঘাটায় যৌথ অভিযানে জব্দ করা ৪ লাখ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বিকেল ৫টায় পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনে এসব মাদক ধ্বংস করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, আদালতের নির্দেশনায় ১৫০ পিস ইয়াবা ও ১১ কেজি ২৯০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। এ সময় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, ১ মে থেকে ১০ জুন ২০২৫ পর্যন্ত পাথরঘাটা এলাকায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪টি পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা, ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫টি গাঁজার গাছসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৫:১৫ ● ১১০ বার পঠিত