
বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
কলাপাড়ায় ক্ষতিকর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে সংলাপ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ক্ষতিকর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে সংলাপসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ক্ষতিকর সামাজিক রীতিনীতির বিরুদ্ধে সচেতনতা তৈরিতে পটুয়াখালীর কলাপাড়ায় ‘সম্প্রদায়ভিত্তিক সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনর্সার্ন। এনশিওর প্রোটেকশন অ্যান্ড জাস্টিস থ্রু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ (ইপজিয়া) প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মাহফুজা বেগম। বক্তব্য রাখেন ইউপি সচিব প্রকাশ চন্দ্র রায়, সদস্য আব্দুল হামিদ, শিক্ষিকা নাজমুন নাহার, ইমাম মিজানুর রহমান, পুরোহিত মিহির চক্রবর্তী, চার্চ প্রতিনিধি হেবল বাড়ই এবং সাংবাদিক ওমর ফারুক।
বক্তারা সমাজে বিরাজমান বৈষম্যমূলক ও ক্ষতিকর রীতিনীতির প্রভাব তুলে ধরে এর বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:০১ ● ৮৬ বার পঠিত