
বুধবার ● ৯ জুলাই ২০২৫
গৌরনদীতে ইজারার টাকা তুলতে বাধা, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ইজারার টাকা তুলতে বাধা, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধেসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীর মিয়ারচর লঞ্চঘাটে ইজারার টাকা উত্তোলনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। ইজারাদার তরিকুল ইসলাম লিখিত অভিযোগে জানান, গত এক সপ্তাহ ধরে বিএনপি নেতা বাচ্চু প্যাদা ও তার সহযোগীরা তার লোকজনকে বাধা দিচ্ছেন।
বুধবার সকালে টাকা তুলতে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ইজারাদার তরিকুল জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দরপত্রে অংশ নিয়ে তিনি লঞ্চঘাটটি এক বছরের জন্য সর্বোচ্চ দর দিয়ে ইজারা নেন।
অভিযোগ অস্বীকার করে বাচ্চু প্যাদা বলেন, আওয়ামী লীগের কর্মীদের দিয়ে টাকা তোলার বিষয়ে জানতে চেয়েছিলাম। কোনো বাধা দেইনি।
উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০:৪৮:১৬ ● ৭২ বার পঠিত