
বুধবার ● ২ জুলাই ২০২৫
নারী এশিয়ান কাপ বাছাই মিয়ানমার বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার আশা বাংলাদেশের
হোম পেজ » খেলা » নারী এশিয়ান কাপ বাছাই মিয়ানমার বাধা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার আশা বাংলাদেশের
বাংলাদেশ নারী ফুটবল দল আজ এক সম্ভাবনার বাঁকে দাঁড়িয়ে। ইয়াঙ্গুনে স্বাগতিক মিয়ানমারকে হারাতে পারলেই খুলে যেতে পারে ২০২৬ এশিয়ান কাপের মূল পর্বের দুয়ার। হারলে বিদায়ের ঘণ্টা বাজতে পারে। ড্র করলেও টিকে থাকবে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন।
প্রথম ম্যাচে বাহরাইনকে ৭–০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগিয়েছে পিটার বাটলারের দল। আজ সেই আত্মবিশ্বাসের ডানায় ভর করেই এগিয়ে যাওয়ার পালা। এশিয়ান কাপের টিকিট পেতে গ্রুপ সেরা হওয়ার বিকল্প নেই।
সেই লক্ষ্য পূরণে আজকের প্রতিপক্ষ মিয়ানমার র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে। ফিফার তালিকায় তারা ৫৫ নম্বরে, বাংলাদেশ ১২৮। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে শুরু ম্যাচটা তাই কঠিন চ্যালেঞ্জই ঋতুপর্ণাদের জন্য।
বাংলাদেশ সময়: ১২:২৫:৪৮ ● ২০ বার পঠিত