
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
গৌরনদীতে মাদরাসা ছাত্রদের নাজরানা ও ছবক
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাদরাসা ছাত্রদের নাজরানা ও ছবকগৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার আয়োজনে বৃহস্পতিবার বাদজোহর নাজরানা ও কোরআনের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার হলরুমে মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. হাদিউজ্জামান তানভিরের সভাপতিত্বে ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বন্দর সাব-রেজিষ্ট্রি জামে মসজিদের ইমাম মাওলানা মো. আবদুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, মাদরাসার প্রধান মুফতি মো. আরিফ হোসেন, গৌরনদী সাওড়া মদিনাতুল উলুম নুরাণী ও কওমি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. সালাউদ্দিন, উত্তর বিজয়পুর মোহাম্মাদিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আমানত সাহ্, সাংবাদিক আরিফিন রিয়াদ, ফাহিম মোর্শেদ, রাজীব ইসলাম তারিম। শেষে রহমানিয়া হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার ১৫ ছাত্রকে নাজরানা ও ৪ ছাত্রকে কোরআনের ছবক প্রদান করে অতিথিরা। শেষে ছাত্র-ছাত্রীদের সু-স্বাস্থ্য, দ¦ীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এএসআর/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫২:৪৪ ● ৩৯ বার পঠিত