
শনিবার ● ১৪ জুন ২০২৫
মহিপুরের আল জাবেরের সন্ধান প্রার্থনা
হোম পেজ » পটুয়াখালী » মহিপুরের আল জাবেরের সন্ধান প্রার্থনা
সাগরকন্যা ডেস্ক॥
মাদ্রাসা ছাত্র মোঃ আল জাবের (১০) শুক্রবার রাত থেকে নিখোঁজ রয়েছে। কলাপাড়া উপজেলার পাখিমারা কেরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. আল জাবেরের বাড়ি মহিপুরের নিজশিববাড়িয়া গ্রামে। ওই গ্রামের মোঃ ইলিয়াস জোমাদ্দারের ছেলে আল জাবের (১৩) জুন রাত ১০টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাবা ইলিয়াস জোমাদ্দার ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোনো সন্ধান করতে পারেনি। এ বিষয়ে কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।
বাবা মো. ইলিয়াস জোমাদ্দার বলেন, ছেলেকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হয়েছে। তার সন্ধ্যান কেউ দিতে পারলে 01703-092961 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২২:১৬:১২ ● ১৫৯ বার পঠিত