
শনিবার ● ১৪ জুন ২০২৫
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মতবিনিময় সভা পিরোজপুরে
হোম পেজ » পিরোজপুর » দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মতবিনিময় সভা পিরোজপুরে
পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥
‘‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এ শ্লোগানকে সামনে নিয়ে পিরোজপুরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভা হয়েছে।
শনিবার ( ১৪ জুন) সকালে পিরোজপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের কক্ষে গ্রীন ফোর্স বাংলাদেশ এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর ন্যাশনাল কো -অর্ডিনেটর ড. এস এম হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর মুখপাত্র মোঃ বাহালুল ইসলাম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, বীর মুক্তিযোদ্ধা দীলিপ শিকদার, ব্যবসায়ী আফজাল হুসাইন লাভলু, উন্নয়ন কর্মী মো নাসির উদ্দিন, সাংবাদিক মো নুরউদ্দিন, রুপসী বাংলার নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু প্রমুখ। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে মোঃ মইনুল আহসান মুন্নাকে সভাপতি ও মোঃ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিস্ট জেলা কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি একবারে নির্মূল করা সম্ভব নয়। তবে দুর্নীতি প্রতিরোধ করে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব। এর জন্য সকলকে মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে। সকলকে কথা ও কাজে মিল রাখতে হবে। রাষ্ট্রীয়- অরাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের সবাইকে সততা ও নৈতিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। তবেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। এ লক্ষ্যেই গ্রীন ফোর্স সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে বলে বক্তব্যে তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৬:২৮:৪৭ ● ২০৮ বার পঠিত