মঙ্গলবার ● ১০ জুন ২০২৫

বামনায় জ্বীনের বাদশা গণধোলাই!

হোম পেজ » বরগুনা » বামনায় জ্বীনের বাদশা গণধোলাই!
মঙ্গলবার ● ১০ জুন ২০২৫


বামনায় জ্বীনের বাদশা গণধোলাই!

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের গোলাঘাটা গ্রাম থেকে সোমবার রাতে জ্বীনের বাদশাকে গণধোলাই দিয়ে আটক করে স্থানীয় জনতা। পরে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় ৩নং রামনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড গোলাঘাটা গ্রাম থেকে নীলফামারী জেলার সদর উপজেলার ঘোর গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র মোঃ মশিউর রহমান(জ্বীনের বাদশা)কে বরগুনা জেলার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের কয়েকজন নারীসহ গণধোলাই দিয়ে আটক করে স্থানীয় জনতা। পরে চিকিৎসার জন্য জ্বীনের বাদশাকে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান জ্বীনের বাদশা মশিউর দীর্ঘদিন যাবত গোলাঘাটা গ্রামের বাক প্রতিবন্ধী কবির নামক এক অসহায় ব্যক্তিকে চিকিৎসা করে বোবা থেকে ভালো করে দিবে বলে কবিরের ঘরে আশ্রয় নেয়। আশ্রয় নিয়ে সরলতার সুযোগে বাক প্রতিবন্ধী কবিরের স্ত্রীসহ এলাকার একাধিক নারীদের সাথে চিকিৎসা সেবার নামে সম্পর্ক গড়ে তোলে। যার কারনে ওই এলাকায় বিভিন্ন অসহায় দিনমজুরের সংসারে এক অশান্তি বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অন্য আরেক ব্যক্তি জানান এই জ্বীনের বাদশা শুধু গোলাঘাটা গ্রামেই নয় তিনি রামনা ইউনিয়নের অযোধ্যা গ্রামেও আস্তানা গড়ে তোলে এবং সেখানেও বিভিন্ন নারীদের সাথে চিকিৎসা সেবার নামে সম্পর্ক গড়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে।
গোলাঘাটা গ্রামের পাশের বাড়ির আমেনা বেগম জানান জ¦ীনের বাদশা-বাবা কিছুদিন আগে বাক প্রতিবন্ধী কবীরের স্ত্রীকে মাইক্রোবাসে করে  নিয়ে গিয়েছিল। আবার মাস তিনেক পরে নিয়ে আসে এভাবেই অসংখ্য সংসারে অশান্তি সৃষ্টি করছে। আল্লাহ যেন ওনারে সঠিক বিচারের ব্যবস্থা করেন।
এ ব্যপারে বরগুনা মফস্বল সাংবাদিক ফোরাম-এর সভাপতি দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর কবীর মৃধা জানান আমি জ¦ীনের বাদশার সংবাদ পেয়ে কয়েক দিন আগে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলাম। যার প্রেক্ষিতে আমাকে একটি নাম্বার দিয়ে ফোন করে প্রাণ নাশের হুমকি দেয় এবং বলে তুই মাত্র ৮০দিন বাঁচতে পারবি।

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৬:০৯ ● ১৬৮ বার পঠিত