বুধবার ● ২১ মে ২০২৫

কাউখালীতে বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন
বুধবার ● ২১ মে ২০২৫


কাউখালীতে বিএনপির ওয়ার্ড কমিটির সম্মেলন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড  সম্মেলন ও কাউন্সিল বুধবার সকালে শীর্ষা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলূ। ।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস.এম আহসান কবীর। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন  উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ.এম.দ্বীন মোহাম্মদ। সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মীর্জা জহিরুল হক, জেলা বিএনপির সদস্য এনামুল হকসহ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
সম্মেলনে কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে এর মাধ্যমে  ৮টি ওয়ার্ডে এবং একটি ওয়ার্ডের ভোটের মাধ্যমে কমিিিট ঘোষনা করা হয়।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪৪ ● ১১২ বার পঠিত