বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার মামলায় তারেক রহমানকে অব্যহতি

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার মামলায় তারেক রহমানকে অব্যহতি
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪


পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার মামলায় তারেক রহমানকে অব্যহতি

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি’র তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগের দ্বায় থেকে অব্যহতি প্রদান করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার (১১ ডিসেম্বর) ওই আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানাগেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারন সম্পাদক এডভোকেট মো: দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারিখ দন্ড বিধি ১২৩ (ক)  ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।  বুধবার ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।
এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো। দেশে ছাত্র জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায়  আজ দেশ নায়ক তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাশ ও মামলাটি খারিজ হয়। সব মামলায় তিনি খালাশ হবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৭:০৭ ● ১৪৮ বার পঠিত