
রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগের ২নেতা গ্রেফতার
হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরে বিস্ফোরক মামলায় আ’লীগের ২নেতা গ্রেফতারনাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক ও বিএনপি অফিস ভাংচুর মামলায় আ’লীগ ও ছাত্রলীগে ২ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রাম থেকে ফিরোজ ও দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রাম থেকে পলাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ আহমেদ উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আমির আহমেদের পুত্র এবং পলাশ তরুয়া উপজেলার দেউলবাড়ীদোবরা ইউনিয়নের উত্তর পাকুরিয়া গ্রামের চিত্তরঞ্জন তরুয়ার পুত্র।ফিরোজ মাটিভাংগা ইউনিয়ন সেচছাসেবক লীগের নেতা এবং পলাশ তরুয়া দেউলবাড়ী দোবরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ আল ফরিদ ভুইয়া জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ফিরোজকে মারামারি ও বিস্ফোরক মামলায় এবং পলাশকে বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই জনকে রবিবার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে ।
এএএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৮:৫৬:৩২ ● ৯৮ বার পঠিত