রবিবার ● ১৮ আগস্ট ২০২৪

বামনায় সাপের কামড়ে নারীর মৃত্যু!

হোম পেজ » বরগুনা » বামনায় সাপের কামড়ে নারীর মৃত্যু!
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪


বামনায় সাপের কামড়ে নারীর মৃত্যু!

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তবে কোন প্রজাতির সাপে ঐ নারীকে দংশন করেছে, তা নিশ্চিত করে বলতে পারছে না নিহতের  পরিবার। শনিবার রাতে ঘটনাটি ঘটে উপজেলার লক্ষিপুরা গ্রামে। নিহত পিয়ারা বেগম ( ৫৬) ঐ গ্রামের মনেজ হাওলাদারের স্ত্রী।
বামনা উপজেলা স্বাস্হ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান জানান সাপে দংশনের  দুই ঘন্টা পরে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা জান।তবে ধারনা করা হচ্ছে বিষ ধর সাপেই তাকে দংশন করেছে।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৭:৫৩ ● ১১৩ বার পঠিত