মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
দেবহাটায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
হোম পেজ » লিড নিউজ » দেবহাটায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ
দেবহাটা (সাতক্ষীরা) সাগরকন্যা প্রতিনিধি॥
দেবহাটায় গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।
এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল হক, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮ জন গরীব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।
কেই/এমআর
বাংলাদেশ সময়: ০:১৬:২৩ ● ২৫৩ বার পঠিত
