শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী-৩ আসন নির্বাচনে জিতলে কী করবেন, ইশতেহারে জানালেন নুর

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালী-৩ আসন নির্বাচনে জিতলে কী করবেন, ইশতেহারে জানালেন নুর
শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬


 

গলাচিপায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন নুর

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুল হক নুর গলাচিপা ও দশমিনাকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জনপদে রূপান্তরের লক্ষ্যে একটি বিস্তৃত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।

 

ইশতেহারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সংস্কার, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। নুর বলেন, দ্বীপবেষ্টিত ও অবহেলিত এই জনপদের মানুষের দুঃখ-দুর্দশা তিনি খুব কাছ থেকে দেখেছেন, যা তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে।

 

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা-ঘাট সম্প্রসারণ ও পাকাকরণ, সেতু নির্মাণ, প্রয়োজনীয় এলাকায় ফেরি চালু, সড়ক ও নৌপথে আধুনিক ও পরিবেশবান্ধব যানবাহন চলাচলের ব্যবস্থা এবং নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের অঙ্গীকার করেন তিনি।

 

শিক্ষা খাতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় আধুনিক অবকাঠামো, গ্রন্থাগার, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, খেলার মাঠ এবং দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি চালুর কথা জানান নুর। স্বাস্থ্যসেবায় বেসরকারি উদ্যোগে দুটি হাসপাতাল স্থাপন, গলাচিপা ও দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং দুর্গম দ্বীপাঞ্চলের জন্য নৌ-এম্বুলেন্স সার্ভিস চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেন।

 

আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে গলাচিপায় নতুন থানা ও দশমিনার দুর্গম এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন, বিচার ব্যবস্থায় জনবল বৃদ্ধি এবং থানা-আদালতকে হয়রানিমুক্ত ও জনবান্ধব করার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমঅধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

 

এছাড়া কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকারি হিমাগার স্থাপন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ, ইকো ট্যুরিজম জোন গঠন, যুবসমাজের জন্য আইসিটি পার্ক ও ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এবং নারীদের কর্মসংস্থানে কুটির শিল্প বিস্তারের পরিকল্পনার কথাও ইশতেহারে তুলে ধরেন নুর।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০৮ ● ৩৩ বার পঠিত