শনিবার ● ৩১ জানুয়ারী ২০২৬
বরিশাল-১ আসন দেশে নৈরাজ্য রোধে তারেক রহমানের নেতৃত্বই একমাত্র ভরসা: জহির উদ্দিন স্বপন
হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসন দেশে নৈরাজ্য রোধে তারেক রহমানের নেতৃত্বই একমাত্র ভরসা: জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা যদি দেশকে শৃঙ্খলার জায়গায় নিয়ে যেতে না পারি, তাহলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। এই নৈরাজ্য থেকে দেশকে রক্ষা করতে পারবেন একমাত্র দেশনায়ক তারেক রহমান। দেশমাতা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান ছাড়া আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, যারা কখনো ধানের শীষে ভোট দেননি, তাদেরও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানাই- আপনাদের ভোট যেন কোনোভাবেই নষ্ট না হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা। ধানের শীষ বিজয়ী হলে প্রতিহিংসামুক্ত সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানসহ দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা হবে। পাশাপাশি নারী ও কৃষিবান্ধব সরকার গঠন করা হবে। শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে, যাতে তারা কর্মজীবী হতে পারে। যারা প্রবাসে যেতে চায়, তাদের দক্ষ জনবলে রূপান্তরিত করে বিদেশে পাঠানো হবে। ভবিষ্যতের সরকার প্রতিহিংসা ও কান্নাকাটির সরকার হবে না; ভবিষ্যতের সরকার হবে জনগণের কল্যাণকামী সরকার, যার নেতা হবেন দেশনায়ক তারেক রহমান।
বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩০ ● ৪৪ বার পঠিত
