মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬
গলাচিপায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত
হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকায় অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও দুটি বসতঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে।
ক্ষতিগ্রস্তরা হলেন- সৌরভ হাওলাদার, শিপ্রা হাওলাদার, গোপাল হাওলাদার, নিজাম মৃধা ও আক্তার হোসেন।
গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. কামাল হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৯:১৫:১২ ● ২৩ বার পঠিত
