বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫

বিএনপির সংবাদ সম্মেলন নাজিরপুরে ইউএনওর বিরুদ্ধে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ

হোম পেজ » লিড নিউজ » বিএনপির সংবাদ সম্মেলন নাজিরপুরে ইউএনওর বিরুদ্ধে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫


 

বিএনপির সংবাদ সম্মেলনে নাজিরপুরে ইউএনওর বিরুদ্ধে আ.লীগের সম্পৃক্ততার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

নাজিরপুর উপজেলা বিএনপি বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে। তারা অভিযোগ করেন, ইউএনও উপজেলা কার্যক্রমে একপক্ষীয় আচরণ করছেন এবং আওয়ামী লীগের দোসরদের সুবিধা দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাজিরপুর উপজেলা বিএনপি সদস্য সচিব আবু হাসান খান। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে দেশ থেকে পালানো পতিত শেখ হাসিনার দোসর ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বিরোধী ব্যক্তিদের বিশেষ অতিথি হিসেবে বসানো হয়েছে। এ কারণে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান বর্জন করেন।

আবু হাসান খান আরও অভিযোগ করেন, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে ইউএনও শহীদদের স্মরণ করেননি। তিনি স্থানীয় উন্নয়নমূলক কোনো পদক্ষেপ গ্রহণ না করে বরং তাঁর অফিসে যাওয়া সাধারণ নাগরিকদের সাথে খারাপ আচরণ করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনও এক দলের সভাপতির মতো ভূমিকা পালন করছেন। তিনি আওয়ামী লীগ সম্পর্কিত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ইয়াহিয়া খান, কলারদোনিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, সদস্য মাসুম মিনা, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি বেগম রোকেয়া রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনুপ কুমার সিকদার, ছাত্রদল আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০:৩৮:১৬ ● ২৯ বার পঠিত