মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
গৌরনদীতে মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ৮
হোম পেজ » লিড নিউজ » গৌরনদীতে মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, আহত ৮

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদীতে মহাসড়কের পাশে থেমে থাকা মাইক্রোবাসের পেছনে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার মাহিলাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত আটজনই মাইক্রোবাসের যাত্রী এবং তারা সকলেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, মহাসড়কের মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে থামানো মাইক্রোবাসের পেছনে কাভার্ড ভ্যানটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন আহত হন। দুর্ঘটনায় প্রাপ্ত মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫১:৩২ ● ৫৩ বার পঠিত
