মঙ্গলবার ● ১৬ ডিসেম্বর ২০২৫
কাউখালীতে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে রাইসা (৩) নামের এক শিশু মারা গেছে। নিহত রাইসা ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের ইঁদুরবাড়ি এলাকার সুমন আকনের মেয়ে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাউখালী বাসস্ট্যান্ড রোডে মানিক মিয়া কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।
শিশুটির মামা সাংবাদিক রবিউল হাসান মনির জানান, তার মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। শিশুটি তার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুর ১১টার দিকে সে নানার বাড়ির পিছনে একটি পুকুরের পাড়ে খেলছিল। হঠাৎ খেলার সময় পুকুরে পড়ে যায়। কিছু সময় পরে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুরের মধ্যে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর স্বজনরা এসে শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৩০ ● ৪৪ বার পঠিত
