শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
নাজিরপুরের ধর্মান্তরিত ‘পূজা’ নাম বদলে হলেন ‘ইরা’
হোম পেজ » পিরোজপুর » নাজিরপুরের ধর্মান্তরিত ‘পূজা’ নাম বদলে হলেন ‘ইরা’
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নাজিপুর (পিরোজপুর
নাজিরপুরে চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের সঙ্গে শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের পূজা শিকদার সোমবার (১ ডিসেম্বর ২০২৫) কোর্ট বিয়ের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে পূজা স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ইরা অহিদ।
জানা গেছে, ইরা ও অহিদুলের পরিচয় প্রায় এক বছর আগে রেড ক্রিসেন্ট সোসাইটিতে যুক্ত হবার মাধ্যমে। অহিদুল সেখানে দলনেতা এবং ইরা ছিলেন যুব সদস্য। পরিচয় থেকে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে ভালোবাসা গড়ে ওঠে। ধর্ম সম্পর্কে আগ্রহের কারণে ইরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ইতিবাচকভাবে বজায় রয়েছে। অহিদুল ইসলাম সাগরকন্যাকে বলেন, আমাদের সম্পর্ক এক বছরের। সে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। বিয়ের পর আমার পরিবার তাকে মেনে নিয়েছে। তার পরিবার এখনও মেনে নেয়নি, তবে আশা করি দ্রুত মেনে নেবে। আমরা বর্তমানে ভালো আছি এবং সারা জীবন একসাথে থাকার পরিকল্পনা করছি।
স্থানীয় যুবক মাহবুব বৈবাহিক জীবনে ইরা এবং অহিদুল দম্পতির শুভকামনা জানিয়ে তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৫:৩৬:৫০ ● ৮ বার পঠিত
