
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
বামনায় বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে মানববন্ধন
হোম পেজ » বরগুনা » বামনায় বেসরকারি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বরগুনার বামনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায় ও জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ ।
সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় শান্তিপূর্ণ এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। ঘন্টা ব্যাপি চলা মানববন্ধনে প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অবঃ অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামির বামনা উপজেলা আমির হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওঃ আবুল কালাম আজাদ, ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নুর হোসেন, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আবু জাফর, লক্ষীপুরা দাখিল মাদরাসার সুপার মাওঃ মোঃ মফিদুল ইসলাম, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ মাহবুবুর রহমান প্রমূখ।
এইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৫৫:২২ ● ৩৯ বার পঠিত