সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫

দুমকিতে এল.এ.এম ইউনাইটেড মহিলা কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে এল.এ.এম ইউনাইটেড মহিলা কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৫


এল.এ.এম ইউনাইটেড মহিলা কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি(পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার উপকন্ঠে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি এল. এ. এম ইউনাইটে মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশন (নবীনবরণ) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় একাডেমিক ভবনের হলরুমে কলেজ অধ্যক্ষ বাবু সমীর কুমার দাসের সভাপতিত্বে ও সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো: মশিউর রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন ক্লাশের আলোচনা সভায় সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা, সিনিয়র প্রভাষক মো: খালিদ হোসেন, সিনিয়র প্রভাষক মো: আতিকুর রহমান, সিনিয়র প্রভাষক মো: হেমায়েত উদ্দীন সিনিয়র প্রভাষক মো: রিয়াজ উদ্দিন খান, সিনিয়র প্রভাষক মো: জাকির হোসেন, প্রভাষক ড. মোর্শেদা আক্তার মুক্তা, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পূজা, নবীন শিক্ষার্থীদের মধ্যে জোবায়েদা আক্তার জারা ও লাবনী আক্তা প্রমুখ বক্তৃতা করেন।
এর আগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা একাদশ বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।
আলোচনা সভা শেষে নবীন পুরাতন শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এমআর 

বাংলাদেশ সময়: ১৮:৫১:৪৪ ● ১৩৫ বার পঠিত