শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫

সুন্দরবনে ৮ হরিণ শিকারী আটক, হরিণের মাংস-কাঁকড়া জব্দ

হোম পেজ » খুলনা » সুন্দরবনে ৮ হরিণ শিকারী আটক, হরিণের মাংস-কাঁকড়া জব্দ
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫


সুন্দরবনে ৮ হরিণ শিকারী আটক, হরিণের মাংস-কাঁকড়া জব্দ

সাগরকন্যা প্রতিনিধি, বাগেরহাট

সুন্দরবনের হারবারিয়ায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড। দিঘির খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের ধরা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি বৃহস্পতিবার, ১৪ আগস্ট, রাত ১২টায় বিষয়টি জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় স্টেশন হারবারিয়া অভিযান চালায়।

অভিযানে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা, চারটি পা, হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, পাঁচ লিটার বিষ ও দুটি নৌকা জব্দ করা হয়। আটকদের সঙ্গে এসব আলামত জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১:০৯:৪৩ ● ৭৩ বার পঠিত