বুধবার ● ২ জুলাই ২০২৫

কৃষকদের জন্য ‘কৃষক বাজার’ কলাপাড়ায় ফল মেলা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি

হোম পেজ » পটুয়াখালী » কৃষকদের জন্য ‘কৃষক বাজার’ কলাপাড়ায় ফল মেলা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি
বুধবার ● ২ জুলাই ২০২৫


 

জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। পাশে ইউএনও মো. রবিউল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 

পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হলো ‘ফল মেলা-২০২৫’। উপজেলা পরিষদ ভবনের সামনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মো. আরেফিন।


বুধবার বিকেলে ফল মেলা উদ্বোধনের পাশাপাশি তিনি আন্ধার মানিক নদীর তীরে ‘শিশু পার্ক’, ‘ইউএনও পার্ক’ এবং ‘কৃষক বাজার’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


‘কৃষক বাজার’ উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি বলেন, “প্রান্তিক কৃষক যেন ন্যায্যমূল্যে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি করতে পারে, সে লক্ষ্যেই এ বাজার স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে। মধ্যস্বত্বভোগীরা যাতে সুযোগ নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”


তিনি আরও বলেন, সরকার প্রান্তিক কৃষকদের কাছে সব ধরনের সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. হুমায়ুন কবিরসহ প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:১৫ ● ১৩৫ বার পঠিত